সূরা পড়া আল-ক্বিয়ামাহ্‌ অনুবাদ

  1. সূরা পড়া
  2. আল সুরত pdf
  3. আল সুরত mp3

পবিত্র কুরআন | সুরত আল-ক্বিয়ামাহ্‌ | সূরা পড়া আল-ক্বিয়ামাহ্‌ আয়াতগুলির অর্থ বাংলা ভাষায় অনুবাদ এবং সূরা শোনার সাথে পুরোপুরি আরবী ভাষায় রচিত mp3 .

দয়াময় আল্লাহর নামে

  1. 75:1 لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ

    আমি শপথ করি কেয়ামত দিবসের,

  2. 75:2 وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ

    আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-

  3. 75:3 أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ

    মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?

  4. 75:4 بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ

    পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।

  5. 75:5 بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ

    বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়

  6. 75:6 يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ

    সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?

  7. 75:7 فَإِذَا بَرِقَ الْبَصَرُ

    যখন দৃষ্টি চমকে যাবে,

  8. 75:8 وَخَسَفَ الْقَمَرُ

    চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।

  9. 75:9 وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

    এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-

  10. 75:10 يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ

    সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?

  11. 75:11 كَلَّا لَا وَزَرَ

    না কোথাও আশ্রয়স্থল নেই।

  12. 75:12 إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ

    আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

  13. 75:13 يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

  14. 75:14 بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ

    বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

  15. 75:15 وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ

    যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

  16. 75:16 لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

    তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

  17. 75:17 إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ

    এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

  18. 75:18 فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ

    অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

  19. 75:19 ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

    এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

  20. 75:20 كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ

    কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

  21. 75:21 وَتَذَرُونَ الْآخِرَةَ

    এবং পরকালকে উপেক্ষা কর।

  22. 75:22 وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ

    সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

  23. 75:23 إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

    তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

  24. 75:24 وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ

    আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

  25. 75:25 تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

    তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

  26. 75:26 كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ

    কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

  27. 75:27 وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

    এবং বলা হবে, কে ঝাড়বে

  28. 75:28 وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ

    এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

  29. 75:29 وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ

    এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

  30. 75:30 إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

    সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

  31. 75:31 فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;

  32. 75:32 وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ

    পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।

  33. 75:33 ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ

    অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

  34. 75:34 أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।

  35. 75:35 ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।

  36. 75:36 أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى

    মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?

  37. 75:37 أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ

    সে কি স্খলিত বীর্য ছিল না?

  38. 75:38 ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

    অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

  39. 75:39 فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

    অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

  40. 75:40 أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ

    তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?


পবিত্র কোরআনের সূচি | সূরার নাম : আল-ক্বিয়ামাহ্‌ - উপন্যাস: হাফস আসেম

সূরা পড়া আল-ক্বিয়ামাহ্‌ pdf
ডাউনলোড সুরত আল-ক্বিয়ামাহ্‌ pdf

ডাউনলোড সুরত আল-ক্বিয়ামাহ্‌ pdf
ডাউনলোড সুরত আল-ক্বিয়ামাহ্‌ pdf

    পবিত্র কোরআন পড়ুন

    আপনি অনুবাদ সহ কুরআন ডাউনলোড করতে পারেন বা তালিকা থেকে অন্য একটি সূরা বেছে নিতে পারেন

    ডাউনলোড কোরআন

    পুরো পবিত্র কুরআন ডাউনলোড করুন : কোরান ডাউনলোড করুন .

    সূরার তালিকা

    নিম্নলিখিত তালিকা থেকে একটি সূরা চয়ন করুন : সূরার তালিকা.